শিক্ষাঙ্গনে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা তরুণদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে অ্যাডভোকেসি, তথ্যসংগ্রহ, নিরাপত্তা কৌশল ও সংগঠিত প্রতিরোধ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কলা অনুষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে সোচ্চার- টর্চার ওয়াচডগ বাংলাদেশ ‘এমপাওয়ারিং ক্যাম্পাস হিউম্যান রাইটস ডিফেন্ডার্স : ন্যাশনাল ওয়ার্কশপ অন অ্যাডভোকেসি অ্যান্ড একশন’ শীর্ষক এ দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেশের ৯টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৪৫ জন মানবাধিকার সচেতন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় অতিথি ছিলেন জাতিসংঘ বাংলাদেশের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, ইউনিভার্সিটি অব রেজাইনা কানাডার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল্লাহ। বক্তব্য রাখেন সিভিক ইয়ুথ বাংলাদেশের জাতীয় সমন্বয়ক রাকিবুল ইসলাম খান, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গবেষণা কর্মকর্তা তামিম খান, সোচ্চার লিগ্যাল সাপোর্ট বিভাগের ডিরেক্টর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদি, সোচ্চার ট্রমা ম্যানেজমেন্ট ও সাপোর্ট বিভাগের সহকারী ডিরেক্টর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুমাইয়া তাসনিম এবং সোচ্চারের প্রজেক্ট ম্যানেজার, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রিসার্চ ফেলো সুমাইয়া তামান্না।