বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদার (৮৯) আর নেই। গতকাল বেলা ১১টায় ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন তাঁর বাবার মৃতুুর বিষয়টি নিশ্চিত করেছেন। মান্নান তালুকদারের মৃতুুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আবদুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জের ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মুসলিম জমিদার কাটারমহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আবদুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান। তিনি ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করতেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার বিজয়ী হন। এরপর টানা চারটি সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মান্নান তালুকদার দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন।
মান্নান তালুকদারের মৃতুুর খবরে তাঁর নির্বাচনি এলাকা রায়গঞ্জ-তাড়াশসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ভিপি আইনুল হক বলেন, ‘আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেছি।’