২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল গণির (৪৫) স্মরণসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ আব্দুল গণির বাড়ি সংলগ্ন মাঠে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চর খানখানাপুর ঈদগাহ মসজিদের ইমাম মো. দেলোয়ার হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়াসহ সদর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে খানখানাপুর বড় মসজিদ কবরস্থানে আব্দুল গণির কবর জিয়ারত করেন গণির পরিবারের সদস্যসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক উপস্থিত ছিলেন।
শহীদ আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী হত্যার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার অনেক আসামিকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেন নাই। আগামী বছরের মধ্যে স্বামী হত্যার বিচার নিশ্চিতের দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/এএ