কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে অপহরণের শিকার তিন কিশোর পর্যটককে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার মেডিকেল কলেজের পেছনের পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্য অভিযোগে রিয়াদ (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া তিন কিশোর হলো সাইদুল ইসলাম (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবায়দুল ইসলাম (১৫)। তারা চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। অপহরণের পর স্বজনের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। র্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম), সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, ‘অপহৃতদের কক্সবাজার মেডিকেলের পাশের পাহাড়ে আটকে রাখা হয়েছে বলে খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১২-১৫ জন অপহরণকারী পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে অপহরণকারী রিয়াদকে আটক করা হয়।
পরে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত তিন কিশোরকে উদ্ধার করা হয়। তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’