বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবার দেশকে গভীর সংকটে নিপতিত করার ষড়যন্ত্র চলছে। গণ-অভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিতভাবে অনৈক্য ও বিদ্বেষ সৃষ্টি করে নির্বাচন সুদূর পরাহত করার চক্রান্ত চলছে। অথচ জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়।
আজ বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও বাজারে জুগলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জুগলি ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাটে, মাঠে, গ্রামে, শহরে যেখানেই যাই, সবাই জিজ্ঞেস করে নির্বাচনের খবর কী? অর্থাৎ জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি বলেন, বিএনপিও সংস্কার চায়। এ জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে ১১ মাস অপেক্ষা করেছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া ও কার্যক্রমে সহযোগিতা করেছে। কিন্তু যতই দিন যাচ্ছে সরকারের ভেতর ও বাইরে থাকা মহল বিশেষ সংস্কার প্রক্রিয়া ও কার্যক্রমকে ক্রমেই জটিল করে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বিডি প্রতিদিন/জুনাইদ