২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে গতকাল বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পেয়েছেন গ্রাহকরা। এটি গতকাল থেকে পাঁচ দিন পর্যন্ত এ ডেটা ব্যবহার করতে পারবেন মোবাইল ফোনের গ্রাহকরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই বিনামূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট দেওয়া যায় কি না, সে বিষয়ে বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে একটি প্রস্তাব দেয়। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা দিতে সম্মত হয়। বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।
প্রেস উইং আরও জানায়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখেই গণ অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।