শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপাচার্যের অন্তর্বর্তী দায়িত্বে একজনকে দেওয়া হয়েছে। গতকাল ৯ টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন মিছিল করে। প্রত্যাহার করা হয় অনশনসহ দক্ষিণাঞ্চল অচল কর্মসূচি। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য শুচিতা শরমিন, উপ-উপাচার্য গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ মামুন অর রশিদকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। অপর আরেকটি প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উপাচার্য শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়ার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, এক দফা দাবি পূরণ হওয়ায় আমরা আনন্দ মিছিল করেছি। প্রজ্ঞাপন জারির পর আমাদের অনশন ও মহাসড়ক ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় ৯টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।