শুধু ভারত নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব ও এক ইঞ্চি মাটির ওপর যারা হস্তক্ষেপ করবে তাদের ছাড় দেব না। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বহিঃশক্তির হস্তক্ষেপ আমাদের অস্তিত্ব চ্যালেঞ্জ করছে। তরুণদের প্রশিক্ষণ দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
রাজনৈতিক সংগঠন ‘মৌলিক বাংলা’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন ছাড়াও পাঁচটি সেশনে ভাগ করে প্রশিক্ষণেরও আয়োজন করে সংগঠনটি। প্রশিক্ষণে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিক ও ভূরাজনৈতিক সচেতনতা এবং দলীয় মূল্যবোধ বিষয়ে ইন্টার্যাকটিভ পর্ব। সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি খান শোয়েব আমানউল্লাহ বলেন, ধর্মভিত্তিক রাজনীতি উপমহাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিভক্তি ও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের শারীরিক ও মানসিকভাবে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত, সার্বভৌমত্ব রক্ষা ও মাদকের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব।
সাধারণ সম্পাদক ফুয়াদ সাকী বলেন, দেশ আজ এক মহাসংকটময় মুহূর্ত পার করছে। সীমান্তে আগ্রাসনের মাধ্যমে, ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করতে চেয়ে বারবার দেশের বাইরের বহিঃশক্তি আক্রমণ চালাচ্ছে। এজন্য আমাদের ঘরে ঘরে প্রস্তুত থাকতে হবে। মৌলিক বাংলা জানায়, এ কর্মসূচির মাধ্যমে একটি সচেতন, প্রশিক্ষিত, দেশপ্রেমিক তরুণ প্রজন্ম তৈরি করাই তাদের লক্ষ্য, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকবে। সংগঠনের সভাপতিম লীর সদস্য ফরিদ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মেজর (অব.) রশিদ সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র মো. শামীম রেজা, অর্থ সম্পাদক মাশকুর শাহরিয়া ও দপ্তর সম্পাদক ফজলে রাব্বি।