চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রকাশ্য দিবালোকে রিয়াদ হাসান (১২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ হাসান ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্বজনরা জানান, রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে প্রতিবেশী হযরত আলীর বিরোধ ছিল। এর জেরে সোমবার দুপুরে হযরত আলির সঙ্গে রিয়াদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হযরত আলি হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রিয়াদের গলায় কোপ দিয়ে পালিয়ে যান।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল