ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এ প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে। গতকাল সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল একসময় তিনটি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। খালে এক দশক আগেও চলত যাত্রী ও মালবাহী নৌযান। এখন দূষণ-দখলে খালটি মৃত। সাত কিলোমিটার খালের প্রায় পুরোটাই এখন কলকারাখানা আর বাসাবাড়ির ময়লার ভাগাড়। অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যরে স্তূপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, জনগণের টাকায় এই খাল খনন করা হবে। যাতে জনগণের অর্থ অপচয় না হয় এবং অর্থ যেন সাশ্রয় হয় সেই বিষয়ে সরকার দেখভাল করার জন্যই এই পরিদর্শনে আসা হয়েছে। এই খালের রক্ষণাবেক্ষণের জন্য গার্মেন্ট ঝুটসহ অন্যান্য ময়লা-আবর্জনা খালে না ফেলার জন্য এলাকাবাসীকে সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ করেছেন।