প্রাইম ব্যাংকের সদকাহ জারিয়াহ অ্যাকাউন্ট চালু
নিজের অথবা মৃত বাবা-মায়ের আখিরাতের জন্য দান করতে ইসলামী ব্যাংকিং সেবা ‘সদকাহ জারিয়াহ’ অ্যাকাউন্ট চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ অ্যাকাউন্টে জমা তহবিলের মুনাফা ঢাকা আহ্সানিয়া মিশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং মাস্তুল ফাউন্ডেশনে দান করা হবে। সম্প্রতি এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ. চৌধুরী বলেন, ‘সদকাহ জারিয়াহ অ্যাকাউন্ট সেবার মাধ্যমে গ্রাহকদের দাতব্য কাজে অংশগ্রহণ নিশ্চিত করার অর্থবহ উপায়।
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার নেত্রকোনার খোকন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন নেত্রকোনার খোকন মিয়া। গত শনিবার জেলা সদরের মদন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। এ সময় ওয়ালটনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ। ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক সানাউল্লাহ সাহিদ, আবদুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ রিয়াজুল করিম।
শান্তা লাইফ-ঢাকা ব্যাংক চুক্তি
শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে শান্তা লাইফ ইন্স্যুরেন্স ঢাকা ব্যাংকের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিমা পলিসি প্রদান করবে।