রান্না না করে শুধুমাত্র বাইরের খাবার খেয়ে দশ বছর কাটিয়ে ফেলেছেন এক নারী। শুনতে অবাক লাগলেও যুক্তরাজ্যের এসেক্সের ২৬ বছর বয়সী সাফরন বসওয়েলের জন্য এটি দৈনন্দিন বাস্তবতা।
নিজের এই অনন্য জীবনধারার জন্য তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাফরন প্রতিদিনের তিন বেলার খাবারই রেস্তোরাঁ থেকে অর্ডার করেন বা বাইরে খেয়ে থাকেন। আর এই জন্য প্রতিদিন বাংলাদেশি টাকায় প্রায় ৬,৮০০ টাকা খরচ হয় তার, যা মাসে প্রায় প্রায় ৫৬,০০০ টাকা।
নাস্তার জন্য স্থানীয় ক্যাফে বা সাবওয়ে, দুপুরে পিৎজা এক্সপ্রেস বা কেএফসি আর রাতের খাবারে ন্যান্ডোস বা ডমিনোস তার পছন্দের তালিকায় রয়েছে। সাফরনের মতে, রান্না করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
তিনি বলেন, "যদি রান্না করে খাবার খারাপ হয়, তাহলে সেটা সময় ও অর্থের অপচয়।"রান্না শেখার জন্য ক্লাসেও অংশ নিয়েছিলেন, কিন্তু সাফল্য পাননি। তার মতে, খাবার অর্ডার করাই তার জন্য কম চাপের এবং সহজ।
সাফরন একজন পূর্ণকালীন কনটেন্ট ক্রিয়েটর, যার টিকটকে এক লাখ ১০ হাজারের এর বেশি অনুসারী রয়েছে। তিনি তার দৈনন্দিন জীবন, বিশেষ করে খাবার সংক্রান্ত অভ্যাস, সামাজিক মাধ্যমে শেয়ার করেন। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সাফরন নিজেকে সুস্থ ও ভালো অনুভব করেন।
যদিও সাফরন বসওয়েলের অভ্যাস অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তবে তিনি এতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এটি তার জন্য কাজ করছে।
তথ্যসূত্র: দ্যা সান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ