চলতি আইপিএলে লোকেশ রাহুলের দারুণ পারফরম্যান্স চলছেই। আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার পথে ভারতীয় ব্যাটসম্যান গড়েছেন একটি রেকর্ড। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড এখন রাহুলের। তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রেকর্ড।
মাইলফলক থেকে ৫১ রান দূরে থেকে মঙ্গলবার (২২ এপ্রিল)লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন রাহুল। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটের জয় এনে দিতে তিনি খেলেন ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস।
আইপিএলে ১৩০ ইনিংসে তার রান এখন ৫ হাজার ৬। পাঁচ হাজারের ঠিকানায় পৌঁছাতে ওয়ার্নারের লেগেছিল ১৩৫ ইনিংস। তার চেয়ে পাঁচ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন রাহুল। এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৭ ইনিংস), এবি ডি ভিলিয়ার্স (১৬১ ইনিংস) ও শিখার ধাওয়ান (১৬৮ ইনিংস)।
রবিন উথাপ্পা ও ক্রিস গেইলকে ছাড়িয়ে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৩২ বছর বয়সী রাহুল আছেন এখন আট নম্বরে। এখানে চারটি সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি আছে ৫০টি।
আইপিএলে নিজের এক যুগের পথচলায় মোট পাঁচটি দলের হয়ে খেলেছেন রাহুল। ২০১৩ সালে তার অভিষেক হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। পরের মৌসুমে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলটির হয়ে দুই আসরে ভালো করতে না পারার পর ২০১৬ সালে ফেরেন বেঙ্গালুরুতে। সেবার ১৪ ম্যাচে করেন ৩৯৭ রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০১৮ আসরের আগে নিলামে ১১ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে যোগ দেন তিনি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। দলটির সর্বোচ্চ স্কোরার তিনি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত খেলেন লক্ষ্ণৌর জার্সিতে।
গত নভেম্বরের মেগা নিলামে ১৪ কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি। এবারের আসরে দলটির হয়ে এখন পর্যন্ত সাত ইনিংসে ৬৪.৬০ গড় ও ১৫৩.৮১ স্ট্রাইক রেটে তার রান ৩২৩। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৩।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ