ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘পতিত আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। রাষ্ট্রকাঠামোর বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কূটচাল প্রতিরোধে সতর্ক থাকতে হবে।’
বুধবার যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নবীউল্লাহ নবী আরও বলেন, 'আমাদের সকলকে ঐকবদ্ধ থাকতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ. ন. ম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ কৃষকদলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে এম জহিরউদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, যাত্রাবাড়ী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বাদল সরদার ও যাত্রাবাড়ী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলামসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শআ