সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবি আদায়ে গতকাল জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে ১৯ অক্টোবর থেকে নানা কর্মসূচি পালন করে আসছেন প্রায় ৬০ জন প্রতিবন্ধী। দুপুরে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে স্বতন্ত্র ২% কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটার দাবি জানিয়েছেন তারা। অন্য দাবিগুলো হলো- নির্বাহী আদেশের মাধ্যমে বিশেষ নিয়োগ, বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন, পিএইচটি সেন্টারগুলোর শূন্যপদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।
আন্দোলনকারীদের একজন আলিফ হোসাইন জানান, ২০১৮ সালে কোটা বাতিলের পর থেকেই তারা আন্দোলন করছেন। বিগত সরকারের সময়েও তারা বৈষম্যের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। পাঁচ দিন ধরে রোদে পুড়ে আন্দোলন করলেও কেউ তাদের খোঁজও নেয়নি। এর আগে ১৯ অক্টোবর উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে সরে আসেন তারা। এরপর থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।