রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত বুদবুদ দিয়ে গ্যাস বের হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ বুদবুদই পানির ভিতর। কিছু রয়েছে নদীর পাড়ে। সেখানে দেশলাই দিয়ে আগুন দিলে বালুতেই আগুন জ্বলছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখতে পান স্থানীয়রা। এরপর গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করে। বুধবার ও গতকালও সেখানে আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা নদীপারে গিয়ে ভিড় করেন। খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদও। তিনি ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানান, সম্প্রতি নদীর এই স্থানটিতেই নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে ওপরের দিকেই চলে আসছেন। এখন তারা ধারণা করছেন সেটি গ্যাস ওঠার চাপ ছিল।
আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, কয়েক দিন ধরে নদীর পানি কমে গেছে। মঙ্গলবার এলাকার লোকজন এই বুদবুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেন, এখানে অসংখ্য বুদবুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে তা আমরা জানি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।
গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, বুধবার সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        