প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ভোট নেওয়া হবে জকসু নির্বাচনের। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোডম্যাপে উল্লেখ করা হয়, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করে কার্যক্রম শুরু হবে। এরপর কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে। জকসু ভোট ২৭ নভেম্বর, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। একই সঙ্গে নির্বাচন তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া তালিকা প্রকাশ, আপত্তি ও সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রার্থিতা চূড়ান্ত করার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। সবশেষে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংবিধি ও বিধি অনুযায়ী ধাপে ধাপে এ রোডম্যাপ বাস্তবায়ন করা হবে।