পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজী নামে এক ব্যক্তি ২৫ বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করেছিলেন স্থানীয় এক তরুণীকে। পারিবারিক দ্বন্দ্ব-কলহ আর বিশ্বাসের সংকটের কারণে তিন মাস আগে স্ত্রী একতরফা তালাক দেন স্বামী লিটনকে। দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করার পরও সংসারে ফেরাতে পারেননি লিটন। এতে ক্ষোভ-আক্ষেপে গতকাল দুপুরে নিজ বাড়িতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন তিনি! ঘটনাটি ঘটেছে পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজী পাড়ায়। লিটন ফারাজী একই ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মৃত আবু হোসেনের মেয়ে লাভলী বেগমকে বিয়ে করেছিলেন।
স্থানীয়রা জানান, লিটন ও লাভলীর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দাম্পত্য জীবনে তাদের দ্বন্দ্ব লেগেই থাকত। সেই দ্বন্দ্ব থেকেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। বিচ্ছেদের পর ছেলেকে ‘পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজীর পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছে। এলাকাবাসীর সামনে গরুর ৪০ কেজি খাঁটি দুধ ঢেলে গোসল করানোর এ ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে লিটন ফারাজী বলেন, ‘দুধ দিয়ে গোসল করার মাধ্যমে অতীতের সবকিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব।’
বরকতপুর ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখেছি।’