দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে বইছে নির্বাচনি আমেজ। চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে গতকাল ১৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে দুই দিনে ১৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ এবং হল সংসদের জন্য ৭০ জন মনোনয়নপত্র নিয়েছেন। ছাত্রী হলে ৪৫ ও ছাত্র হলে ২৫ জন ফরম সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার নেতারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে দলীয় প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে দুই দিন পার হলেও ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মী এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি। গতকাল সকালেই চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এদিন সকালে বৃষ্টি হওয়ায় কিছুটা কাজ বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর ভিড় দেখা যায়। ফলে চাকসুপ্রাঙ্গণ উৎসবের আমেজে পরিণত হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গতকাল বলেন, ‘ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন উপহার দিতে পারব।’ চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘বৃষ্টির কারণে ভেবেছিলাম খুব বেশি প্রার্থী আসবেন না; কিন্তু বেলা বাড়তেই দেখি ব্যাপক আগ্রহ নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। কিন্তু নারী শিক্ষার্থীরা এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছেন; তবে আমি আশা করি আগামী দিন তাদের অংশটাও উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।’ মনোনয়নপত্র বিতরণের এ প্রক্রিয়া চলবে আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত। যাচাইবাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১২ অক্টোবর চাকসু নির্বাচন। এ নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৪ জন।