বঙ্গোপসাগরে মো. কবির মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের তবল মাছ (ট্রেভ্যালি ফিশ)। গতকাল দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরের তহুরা মৎস্য আড়তে মাছটি নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়। মৎস্য ব্যবসায়ীরা জানান, এ মাছ খুব সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকায় ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। স্থানীয়ভাবে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। এ প্রজাতির এত বড় আকারের মাছ সচরাচর দেখা যায় না। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় মাছ। এ মাছটি আকারে অনেক বড় হয়। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।