তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান, তুরস্কের সংসদ সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের এক সংসদীয় প্রতিনিধিদল গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক কার্যক্রমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করে। মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধিদলের কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং তুর্কি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর মানবিক কার্যক্রম, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের সেবার বিষয়ে তথ্য শেয়ার করেন।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ দ্রুতই উন্নত দেশের বাজারে রপ্তানিমুখী পণ্য উৎপাদনের এক সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।
বিশ্বকে রোহিঙ্গাদের দুর্দশা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা আমাদের সময়ের সবচেয়ে করুণ মানবিক সংকটগুলোর একটি। তারা শুধু মুসলমান হওয়ার কারণে নিপীড়নের শিকার হয়েছে, নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে। তাদের শিশুরা এখন বড় হচ্ছে সীমিত শিক্ষা ও ভবিষ্যতের সুযোগ ছাড়াই, যা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’
প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি মানবিক ও উন্নয়ন সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং ফার্স্ট লেডির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।