খুলনা বিভাগের তিনটি আসনে প্রয়াত বিএনপি নেতাদের উত্তরসূরি হিসেবে তাদের সন্তানদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন পাওয়া তিন প্রার্থী হলেন—যশোর-৩ (সদর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে চারবারের সাবেক এমপি প্রয়াত আহসানুল হক মোল্লার ছেলে ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা।
বিএনপির সূত্রে জানা যায়, প্রয়াত তরিকুল ইসলাম যশোর-৩ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং খুলনা বিভাগের দশটি জেলায় বিএনপিকে শক্তিশালী করতে কাজ করেছেন।
অন্যদিকে, শহিদুল ইসলাম মাস্টারের মৃত্যুর পর তার ছেলে মেহেদী হাসান রনি স্থানীয়ভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং মহেশপুর উপজেলা বিএনপিকে সংগঠিত করেন। এবার তিনিই বাবার আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
কুষ্টিয়া-১ আসনের প্রার্থী রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা, প্রয়াত আহসানুল হক মোল্লার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে এলাকায় দলের কর্মকাণ্ড সক্রিয় রেখেছেন। তার বাবার মতো তিনিও স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই মনোনয়ন প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল