এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে গতকাল বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের কর্মসূচির কারণে হাই কোর্ট মোড় থেকে পল্টন অভিমুখী রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় প্রেস ক্লাব, পল্টন, গুলিস্তান, বাংলামোটর, শাহবাগে তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন নগরবাসী।
তথ্যমতে, এই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে পুলিশ কদম ফোয়ারায় ব্যারিকেড দেয়। পরে শিক্ষকরা রাস্তা বন্ধ করে বসে পড়েন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পর তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের তিনজন শিক্ষক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি প্রদান, সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা।
বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি তিন হাজার টাকা নিশ্চিত করা, সব চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করা ইত্যাদি।