আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেলিমুজ্জামান সেলিম।
মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে সেলিমুজ্জামান সেলিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া— তারেক রহমানই আমার অভিভাবক।’
এর পরপরই তিনি গোপালগঞ্জ-১ আসনের নেতাকর্মীদের ফোন করে যে কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও দেশের মানুষ নানা কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে আজ নির্বাচনমুখী হয়েছে। আমি সেই ত্যাগের একজন অংশীদার। নির্বাচিত হলে কাশিয়ানী-মুকসুদপুর এলাকার সাধারণ মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।’
বিডি-প্রতিদিন/জামশেদ