রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় নভেম্বরের মধ্যেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে গেজেট পাওয়া মাত্র ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় তা পিছিয়ে যায়। পরে ২৮ অক্টোবর গেজেট প্রকাশের পর শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনের দাবি জানায়। উপাচার্যও এ বছরেই ব্রাকসু নির্বাচন এবং আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি মহল ব্রাকসু আইন সংশোধনের অজুহাত তুলে নির্বাচন বিলম্বিত ও বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্রাকসু আইন সম্পূর্ণ নিখুঁত না হলেও তা সংশোধনযোগ্য, তবে এটি নির্বাচনের অন্তরায় নয়। নির্বাচন আয়োজনের পর প্রয়োজনে আইন সংশোধন করা যেতে পারে। তাই অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত নির্বাচন না দেওয়া হয়, তবে শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল