বগুড়ায় মুগডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়ায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা শহরের ডালপট্টিতে ভোক্তা অধিদপ্তর রবিবার সন্ধ্যায় যৌথ এ অভিযান চালায়। জানা যায়, ডালপট্টির একাধিক দোকানে মুগডালে ক্ষতিকারক রং আছে কি না পরীক্ষা করা হয়। চারটি দোকানের ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল জানান, মুগডালে যে রং পাওয়া গেছে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।