গাইবান্ধার বালাশী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের তীরে বালাশী ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে বালাশী-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কমিটি। বক্তারা বলেন, বালাশী-বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে গাইবান্ধা ও জামালপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।