বেশ কিছুদিন থেকেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব সামলালেও টাইগারদের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স তাকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে দিয়েছে।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নাম সম্ভাব্য ব্যাটিং কোচ হিসেবে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে। সোমবার বোর্ড মিটিংয়ে সাবেক এই অধিনায়ককে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
তবে আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই। ১১ নভেম্বর থেকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২৭ নভেম্বর শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দলের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে তার সঙ্গে আর চুক্তি বাড়ানো হবে কি-না।
তবে বোর্ডের এই সিদ্ধান্তের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
রুবেল হোসেন তার ফেসবুক পেজে লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ব্যাটিং কোচ।’
রুবেলের এই সংক্ষিপ্ত মন্তব্যের অর্থ নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে নানা জল্পনা-কল্পনা। বিসিবি আশরাফুলের অভিজ্ঞতার ওপর আস্থা রাখলেও, রুবেল হোসেনের এই ‘রহস্যময়’ পোস্ট নতুন বিতর্কের খোরাক জোগাল।
আশরাফুলের কোচিং স্টাফে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। এর আগে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
আশরাফুল ব্যাটিং কোচ হলে সালাহউদ্দিনের ভূমিকা কী হবে, এ প্রসঙ্গে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বলেন, সালাহউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ। কারও ব্যর্থতার জন্য নয়। ওখানে কাউকে সরানো হয়নি। কোচিং স্টাফে নতুন একজন হিসেবে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশরাফুলের জন্য এটা নতুন জায়গা। দেখা যাক, ফল কেমন আসে। স্বাভাবিকভাবে পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তার ভবিষ্যৎ।
বিডি প্রতিদিন/এমআই