বিগ ব্যাশে নাম লেখালেও চোটের কারণে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। সিডনি থান্ডারের হয়ে বিগব্যাশে অশ্বিনের অভিষেকটাও তাই আটকে গেল। হাঁটুর অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ভারতের এই কিংবদন্তি স্পিনার।
বিগব্যাশে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় ভীষণ মন খারাপ হয়েছে অশ্বিনের। খেলতে পারলে তিনিই হতেন বিগব্যাশে খেলা প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেটার।
ইনস্টাগ্রামে থান্ডার সমর্থকদের উদ্দেশে একটি চিঠি প্রকাশ করেছেন অশ্বিন। যেখানে তিনি জানিয়েছেন, চেন্নাইয়ে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে তাকে অস্ত্রোপচার করতে হয়েছে। ফলে ডিসেম্বরের ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না।
এ বছরে শুরুতে আইপিএল থেকে অবসর নেওয়ায় বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয় অশ্বিনের। তাই বিগব্যাশের পুরো মৌসুমে থান্ডারের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
থান্ডারের বিবৃতিতে অশ্বিন বলেছেন, বিবিএল (বিগব্যাশ লিগ) ১৫ মিস করতে হচ্ছে বলে আমি ভীষণ হতাশ। এখন আমার একমাত্র লক্ষ্য পুনর্বাসন এবং আরও শক্তভাবে ফিরে আসা। থান্ডার পরিবারের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।
অশ্বিনের অনুপস্থিতি পুরো বিগব্যাশের জন্যও বড় ধাক্কা। থান্ডারের সঙ্গে চুক্তির আগে থেকেই তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এবং বিবিএল প্রধান অ্যালিস্টার ডবসন।
এখন থান্ডারের সুযোগ আছে অশ্বিনের বিকল্প হিসেবে খেলোয়াড় সই করানোর। যদিও তাদের স্পিন বিভাগ ইতিমধ্যেই বেশ শক্তিশালী। ক্রিস গ্রিন, তানভির সাঙ্গা, পাকিস্তানের শাদাব খান ও টম অ্যান্ড্রুজ রয়েছেন তাদের দলে।
বিডি প্রতিদিন/কেএ