রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- উপজেলার থানাপাড়া গ্রামের মাহিদ ইসলাম (১৭) ও রিহান ইসলাম (১৭)। মাহিদ পদ্মা উচ্চবিদ্যালয় ও রিহান পুলিশ একাডেমি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
এদিকে বগুড়ার সোনাতলায় পানিতে ডুবে রোজা মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। জানা গেছে, শিশু রোজা মনি খেলাধুলা করার সময় সবার অজান্তে নিখোঁজ হয়। শিশুটিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে লাশ বাড়ির পাশে ডোবার পানিতে ভেসে ওঠে।