আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
রংপুরের ৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- মোকাররম হোসেন সুজন, মোহাম্মদ আলী সরকার, শামসুজ্জামান শামু, মোহাম্মদ এমদাদুল হক ভরসা, মোহাম্মদ গোলাম রব্বানী, মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার রাতে প্রার্থী ঘোষণার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমে পড়েন।
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
তিনি বলেন, ‘দীর্ঘদিন রংপুর অবহেলিত ও বঞ্চিত ছিল। এবার সময় এসেছে পরিবর্তনের। আশা করি রংপুরবাসী উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন। আমার লক্ষ্য অবহেলিত বৈষম্যের শিকার রংপুরে উন্নয়ন করা। রংপুর জনপদকে এগিয়ে নেওয়ার।’
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত প্রয়াত শহীদ আবু সাঈদের কবর জেয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম।
মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে প্রচারণায় নামেন।
একই ভাবে মোকাররম হোসেন সুজন, মোহাম্মদ আলী সরকার, মোহাম্মদ এমদাদুল হক ভরসা ও মোহাম্মদ গোলাম রব্বানী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠে থাকলেও প্রার্থী ঘোষণার পরে নতুন উদ্যোমে মাঠে নেমেছেন।
বিডি-প্রতিদিন/আশফাক