আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন দেশের সাবেক অধিনায়ক ও ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে জানা গেছে, দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজে লাল-সবুজ শিবিরের ব্যাটিং বিভাগে নেতৃত্ব দেবেন তিনি।
আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং মূলত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এনসিএল টি-২০ টুর্নামেন্টে বরিশাল দলের হেড কোচ ছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছিল। সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিবির সঙ্গে তার আলোচনার প্রক্রিয়া চলছে এবং তিনি কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন।
বর্তমানে বাংলাদেশ দলে স্থায়ী ব্যাটিং কোচের পদ শূন্য। সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতায় তার ভূমিকা নিয়ে সমালোচনা উঠেছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানিয়েছেন, তিন ফরম্যাটে ব্যাটিংয়ের ধরন আলাদা হওয়ায় দলের জন্য বিশেষায়িত ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুরে, আর ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
বিডি প্রতিদিন/মুসা