সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্ধার হওয়া শিশুরা হলো- তানিম আহমেদ (১২), আবদুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)। তাদের সবার বাড়ি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকায়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করে। অভিযানে অংশ নেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার সহকর্মীরা।
ডিসি তালেবুর রহমান বলেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। উদ্ধার শিশুদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে এবং পথ হারিয়ে ফেলে। এরপর ছয় দিন ধরে তারা ওই হোটেলে বয়ের কাজ করছিল। এরপর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে এসএমপির কাছে হস্তান্তর করা হয়। এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, গত ২৬ অক্টোবর ওই চার শিশু কাজের আশায় কামাল নামের এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। ট্রেনে তারা ঢাকায় আসে, কিন্তু কামালকে খুঁজে না পেয়ে বিপাকে পড়ে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনে পরিবার বারবার যোগাযোগের চেষ্টা করলে তারা ভয় পেয়ে ফোনটি বন্ধ করে দেয়। ওসি আনিসুর রহমান বলেন, আমরা প্রযুক্তির সহায়তায় শিশুদের অবস্থান শনাক্ত করি। পরে ঢাকার শাহজাহানপুর থানার সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। গতকাল সকালে শিশুদের সিলেটে আনা হয়েছে এবং পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অল্প বয়সি এসব শিশু কাজের আশায় ঘর ছেড়ে যাওয়ায় তাদের পরিবার চরম উদ্বেগে ছিল।