রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবর্ষের ভোটাধিকারের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো তদন্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাসে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ওই ঘটনায় কেউ কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। তবে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩১ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণের শেষ দিনে ছাত্রদল, শিবির ও সমন্বয়কসহ অন্য সংগঠনের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এতে অন্তত আটজন আহত হয়। প্রথমবর্ষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রদল। দলের সভাপতি কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নের কার্যক্রম বন্ধ করেন। পরে অন্য পক্ষরা এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে।
দুই দিন বাড়ল মনোনয়নপত্র বিতরণের সময় : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। প্রথম বর্ষের ভোটাধিকার নিয়েও কাজ করছে প্রশাসন। গতকাল নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, শেষ দিনের উদ্ভূত পরিস্থিতির কারণে দুই দিন মনোনয়নপত্র বিতরণ পেছানো হয়েছে। প্রথম বর্ষ নিয়ে বেশকিছু পর্যালোচনা আছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে ৩১ আগস্ট মনোনয়ন বিতরণের শেষ দিন ছাত্রদল, শিবির ও সমন্বয়কসহ অন্য সংগঠনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে অন্তত আটজন আহত হন। প্রথম বর্ষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ করে দেন। পরে অন্য পক্ষরা এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সংঘর্ষ বাধে। তবে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যায় ছাত্রদল।