তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় আশপাশের সড়কগুলোয় যানজট তৈরি হয়।
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড, সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না; দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ ১০০ শতাংশ কোটা বাতিল করে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা বলেন, পাঁচ মাস ধরে তিন দফা দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন। ক্লাস-পরীক্ষা বর্জনের ধারাবাহিকতায় আজ (গতকাল) তাঁরা অবরোধ কর্মসূচি পালন করছেন। এর আগে রবিবার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাঁদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। সেখানে তাঁরা তিন ঘণ্টা বিক্ষোভ করে ফিরে যান।
বিভিন্ন সড়কে বিক্ষোভ, তীব্র যানজটে রাজধানী : রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বুয়েট ও হেলথ সায়েন্স শিক্ষার্থীসহ গার্মেন্টস শ্রমিকরা। ফলে সকাল থেকেই তীব্র যানজট দেখা দেয় রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে। গতকাল সকালে বনানীতে চেয়ারম্যান বাড়ির এলাকায় বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ঢাকা-উত্তরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একইভাবে সকালে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-গাবতলী মহাসড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। এ ছাড়া শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা। এতে এসব রুটে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
টেকনিক্যাল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ডা. এ কে আজাদ খান একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকায় বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অস্তিত্বহীনতায় ভুগছে। স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না হওয়াতে শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। গত দুই দিন ক্যাম্পাসের সামনে আমরা মানববন্ধন করেছি। কিন্তু কোনো ফল না পেয়ে টেকনিক্যাল মোড় সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছি। গতকাল সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এতে যান চলাচল শুরু হলেও দিনভর যানজটের রেশ অব্যাহত থাকে।
বনানী থানা পুলিশ বলছে, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ির সড়ক অবরোধ করে আউট গোয়িং-এ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে বনানী, মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দেড় ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।