মুন্সিগঞ্জের গজারিয়ার দুর্গম চরাঞ্চলে সদ্য চালু হওয়া একটি পুলিশ ক্যাম্পের সদস্যদের ওপর নৌ ডাকাতদল গুলি ও ককটেল হামলা চালিয়েছে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল সোয়া ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ডাকাতদলের অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানান, বিকাল ৫টার পরপর পাঁচ-ছয়টি দ্রুতগতির ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে ডাকাতদল মহড়া শুরু করে। ক্যাম্পের পুলিশ সদস্যরা বিষয়টি বুঝতে পেরে নদীতে অভিযানের প্রস্তুতি নেন। আন্দাজ করতে পেরে ডাকাতদলের সদস্যরা চাঁদপুরের বেলতলীর দিকে গিয়ে আড়াল হয়ে যায়। কিছু সময় পর মাথায় হেলমেট পরে আগ্নেয়াস্ত্র, ছুরি, ককটেল নিয়ে পুলিশ ক্যাম্পের দিকে ছুটে আসে। ক্যাম্পে পুলিশকে লক্ষ করে তারা একের পর এক ককটেল ও গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতরা প্রায় ১০০ এবং পুলিশ ২০টির মতো গুলি ছোড়ে। আধা ঘণ্টার বেশি উভয় পক্ষে গোলাগুলি চলে। একপর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রলার নিয়ে ডাকাতরা মতলবের দিকে চলে যায়। গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘নৌ ডাকাত নয়ন, পিয়াস, রিপনের নেতৃত্বে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে আমাদের ওপর হামলা করা হয়।
হামলাকারীদের দলে ৪০ জনের ওপরে সদস্য ছিল। তারা দেশিবিদেশি অস্ত্রসহ প্রস্তুতি নিয়ে হামলা করেছিল। তাদের হাতের অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। তারা আমাদের লক্ষ করে শতাধিক গুলি করেছে। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে কোনো সন্ত্রাসী আহত হয়েছে কি না, বলতে পারব না।’