এনসিপির ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে চার দিন আগে ঘটে যাওয়া সহিংস সংঘাতের পর এখনো গোপালগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসেনি। সময়সূচি পরিবর্তন হলেও কারফিউ ও ১৪৪ ধারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে গতকাল রাতে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এদিন রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ বা ১৪৪ ধারা থাকবে না। এদিকে এরই মধ্যে চার হত্যা মামলায় ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। ফলে আতঙ্ক বিরাজ করছে এবং শহরের রাস্তাঘাটগুলো প্রায় জনশূন্য থাকছে। হামলা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় গত শনিবার রাতে ৪টি হত্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে রমজান কাজী (১৭) হত্যা মামলায় পুলিশের এসআই মো. আইয়ূব আলী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। সদর থানার মামলা নম্বর-১৭ (তাং ১৯/০৭.২০২৫)। মামলাটি ১৪৭/১৪৮/ ১৪৯/ ১৮৬/৩৫৩/৩০৭/ ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়েছে। দিপ্ত সাহা (২৭) হত্যা মামলায় পুলিশের এসআই শামিম হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সদর থানার মামলা নম্বর-১৮ (তাং ১৯/০৭.২০২৫)। মামলাটি ১৪৭/১৪৮/১৪৯/ ১৮৬/৩৫৩/ ৩০৭/৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। সোহেল রানা (৩০) হত্যা মামলায় পুলিশের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সদর থানার মামলা নম্বর-১৯ (তাং ১৯/০৭.২০২৫ ইং)। মামলাটি ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩০৭/ ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। ইমন তালুকদার (১৭) হত্যা মামলায় পুলিশের এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সদর থানার মামলা নম্বর-২০ (তাং ১৯/০৭.২০২৫)। মামলাটি ১৪৭/১৪৮/ ১৪৯/১৮৬/ ৩৫৩/ ৩০৭/ ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন ৪টি হত্যা মামলায় মোট ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে নিহত রিকশাচালক রমজান মুন্সি নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ছাড়া ১৬ জুলাই ঘটে যাওয়া সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মোট ৮টি মামলা দায়ের হয়েছে। আট মামলায় মোট ৮ হাজার ৩৯৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার রাতে সদর থানায় ৯ জন ও কোটালীপাড়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে শনিবার রাত ৮টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি ছিল। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জনগণের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। এ জন্য রাস্তাঘাটে লোকজন চলাচল ছিল সীমিত। গতকাল সড়কে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন অল্প পরিসরে চলতে দেখা গেছে এবং স্থানীয় মাছ-মাংস, কাঁচা বাজার, ওষুধের ফার্মেসি, পাড়া মহল্লার মুদি দোকান খোলা ছিল। অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী ছিল কম। গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সড়কে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গোপালগঞ্জে এনসিপির ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কে কেন্দ্র করে ঘটে যাওয়া ১৬ জুলাই তারিখের ঘটনায় জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। সব শ্রেণি-পেশার মানুষ অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে বাড়ছে মামলা ও আসামির সংখ্যা, বাড়ছে গ্রেপ্তার অভিযানও। অপরদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে গ্রেপ্তার আতঙ্ক। সাধারণ মানুষ চাইছে গোপালগঞ্জের সার্বিক অবস্থার উন্নতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জ জেলার কোথাও কোনো শান্তিশৃঙ্খলা ভঙ্গের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি এবং গণগ্রেপ্তার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। এ সময় গণগ্রেপ্তার বন্ধ করা না হলে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে বলে জানান কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিরোনাম
- প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতির গভীর শোক
- প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু
- ৮২ ফুট গভীর খাদে পড়ে গেল বাস, নিহত ১৩
- ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান অবশেষে উড়তে যাচ্ছে
- সোনামসজিদ সীমান্ত এলাকায় ১১ লাখ টাকা জব্দ, আটক ৩
- ভাবিকে খুনের ঘটনায় দেবরসহ গ্রেপ্তার ২
- চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ
- বোচাগঞ্জে সার মজুদ ও অতিমূল্যে বিক্রি: ৩ ব্যবসায়ীকে জরিমানা
- ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড
- বিমান বিধ্বস্ত : জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত
- রূপগঞ্জে বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর পয়েন্ট উদ্বোধন
- বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে রিজার্ভ বগি
- বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
- খোলা আকাশের নিচে পথশিশুদের জন্য এক টুকরো আলোর পাঠশালা
- উত্তরায় শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক
- টিকটকে পরিচয়, সংসার ও খুন: চাঁদপুরে স্ত্রীর লাশ মিলল টয়লেট ট্যাংকিতে
- রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন হর্ষবর্ধন শ্রিংলা
- ‘উত্তরায় হৃদয়বিদারক ঘটনা’, সবাইকে সহযোগিতার আহ্বান সালাহউদ্দিনের
- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মৎস্য সপ্তাহ, পদক পাচ্ছেন ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
- এবার রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার প্লেন
গোপালগঞ্জে সুনসান রাস্তাঘাট, অব্যাহত গ্রেপ্তার অভিযান
► উঠল কারফিউ, চার হত্যা মামলায় আসামি ৫৪০০ ► গণগ্রেপ্তারের অভিযোগ কোটালীপাড়া বিএনপির
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর