পুরাতন রেট সিডিউল বাতিলপূর্বক ৮০ শতাংশ রেট সিডিউল বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সমিতির ঠাকুরাগাঁও জেলা শাখার আয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতি চত্বরে এই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলার সভাপতি আসাদুজ্জামান নুর, সহ-সভাপতি তৈবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্।
এ সময় বক্তরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ