মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে কলেজছাত্র ও ওয়াইফাই অপারেটর কর্মী হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, স্কুল ব্যাগ, নিহতের মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন ১) মো. কাজল মিয়া (২০), পেশায় টমটম চালক, স্থায়ী ঠিকানা কুলিয়ারচর, কিশোরগঞ্জ; ২) মো. সিরাজুল ইসলাম (২১), পেশায় বাদাম বিক্রেতা, স্থায়ী ঠিকানা সরাইল, ব্রাহ্মণবাড়িয়া; উভয়েরই বর্তমান ঠিকানা শাহীবাগ আবাসিক এলাকা, শ্রীমঙ্গল।
দুজনেই মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন