গাজায় ত্রাণবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করার নামে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গতকাল দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। সূত্র : রয়টার্স।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজার কেরেম শালোম সীমান্ত দিয়ে ১০৭টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। এসব ট্রাকে ছিল আটা, অন্যান্য খাদ্যসামগ্রী ও ওষুধ। কিন্তু এসব খাদ্য লুট করে নেওয়া হয়েছে। তখন লুটকারীদের হটাতে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়। হামাস ইসরায়েলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের অনেক যোদ্ধা ত্রাণবাহী ট্রাকগুলোকে লুটপাটকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় ত্রাণরক্ষাকারী দলটির ছয় সদস্য নিহত হয়েছেন।
এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) অভিযোগ করে বলেছে, ১৫টি আটা বহনকারী ট্রাক লুট হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ক্ষুধা, হতাশা এবং ভবিষ্যতে খাবার আসবে কি না এ দুশ্চিন্তা নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।