ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একদিনেই সেখানে নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন ফিলিস্তিনি। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শুধু সেখানেই নিহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
শনিবার (২৪ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার এই বিমান হামলার ভয়াবহতা আরও একবার বিশ্বের মানবতাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
বিডি প্রতিদিন/নাজিম