রাজধানীর ভাটারা থানায় রুজু হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। বিষয়টিকে লোক দেখানো বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আদালত সূত্র জানান, গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর ১২টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তিনি দেশের বাইরে যাওয়ার সময় গত রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নুসরাত ফারিয়ার নামে মামলা থাকলে আমরা কী করব? আসামি না ধরলে আবার বলবেন, আসামি ছেড়ে দিয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেও পোস্টে লেখেন সংস্কৃতি উপদেষ্টা।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও জেলে প্রেরণ লোক দেখানো-এনসিপি : হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর ঘটনাকে লোক দেখানো বলে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ ধরনের ঘটনা বিচারপ্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে এবং গণহত্যার বিচারপ্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে বলেও মনে করে দলটি। গতকাল এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে হামলা ও গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চলতি মাসেই কোনোরকম বাধাবিপত্তি ছাড়াই দেশত্যাগ করেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন সেনানিবাসে আশ্রিত ৬২৬ জন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশিত হয়নি। উপরন্তু জুলাই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত পতিত ফ্যাসিবাদী ও এর সমর্থকরা এখনো জনপরিসরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ দেশের নাগরিকবিরোধী অপতৎপরতা জারি রেখেছে।