ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আজ থেকে ৯ দিন বন্ধ থাকবে ব্যাংকও। ছুটি শেষে ব্যাংক খুলবে ৬ এপ্রিল। ছুটির সময়ে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পোশাক খাতের কর্মীদের বেতন-ভাতা দেওয়ার জন্য আজ ও আগামীকাল পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। ঈদের আগে ছুটি শুরু হয়েছে আজ। সরকার ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করায় পরদিন সাপ্তাহিক শুক্র ও শনিবারও ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক ছুটির নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এটিএম লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক মেশিন চালু রাখা; কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা; এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা; বুথে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরীসহ অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আরও বলা হয়েছে, পয়েন্ট অব সেল লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস মেশিন সেবা নিশ্চিতকরণ; জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন হতে হবে; অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ও কার্ড প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানির তরফে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। অন্যদিকে ঈদের ছুটির মধ্যে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
- মনিকগঞ্জে ঈদ উৎসবে গ্রামীন খেলা অনুষ্ঠিত
আজ থেকে ৯ দিন ব্যাংক বন্ধ
ছুটিতে নিরবচ্ছিন্ন লেনদেন ও এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর