রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কিছু ‘শর্ত’ জুড়ে দিয়েছেন। দুই দেশের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে পুতিন বলেন, এ যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। এদিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পুতিন। পরে ক্রেমলিনে সংবাদ সম্মেলনে আসেন তিনি। পুতিন বলেন, ‘আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত, কিন্তু আমরা মনে করি এ যুদ্ধবিরতি এমনভাবে হওয়া উচিত যা দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং এ সংকটের মূল কারণগুলো দূর করতে সক্ষম হয়।’
বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রেমলিন সম্মত হবে বলে তিনি আশা করেন। ইউক্রেনও এ প্রস্তাব সমর্থন করেছে। এ প্রস্তাবের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন।