মাদকের অন্ধকার জগৎ চলছে পুরোনো ডনদের ছত্রছায়ায়। ক্ষমতার পট পরিবর্তনের পর চট্টগ্রাম অঞ্চলের সিংহভাগ মাদক ডন চলে গেছে পর্দার আড়ালে। তবে তারা তাদের ‘ছায়া’র মাধ্যমে নিয়ন্ত্রণ করছে মাদক সাম্রাজ্য। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি বর্তমানে সক্রিয় মাদকের গডফাদারদের চিহ্নিত করে তৈরি করা হচ্ছে মাদক কারবারিদের নতুন তালিকা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার বলেন, ‘মাদকবিরোধী অভিযান শুরু হলে কিছু কিছু মাদকের গডফাদার চলে যায় আত্মগোপনে। কিছু কারবারি আত্মগোপনে থেকে মাদক কারবার করছে। বর্তমানে সক্রিয় মাদক কারবারিদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা বিভাগের উপপরিচালক শামীম হোসেন বলেন, ‘মাদক কারবারিদের তালিকা তৈরির বিষয়টা নিয়মিত প্রক্রিয়া। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তালিকা নিয়মিত আপডেট করা হয়। আপডেট তালিকায় কারবারিদের নাম সংযোজন-বিয়োজনও হয়। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানে মাদক কারবারিরা গ্রেপ্তারও হচ্ছে।’
জানা যায়, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি রয়েছে ২২৬ জন। খুচরা এবং পাইকারি মাদক কারবারি রয়েছে কয়েক হাজার। তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের মধ্যে জনপ্রতিনিধির পাশাপাশি রয়েছে বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শীর্ষ মাদক কারবারিদের কেউ কেউ চলে যায় আত্মগোপনে। তবে ডনেরা আত্মগোপনে চলে গেলেও মাদক সাম্রাজ্যে রেখে গেছেন তাদের ছায়া। কারবার পরিচালনার জন্য প্রভাবশালী কতিপয় নেতার সঙ্গে করেছে অলিখিত চুক্তি। এ চুক্তির জোরেই স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে আঁতাত করে চালিয়ে যাচ্ছে মাদক কারবার। শীর্ষ মাদক কারবারিদের পাশাপাশি পাইকার ও খুচরা মাদক কারবারিদের অনেকেই রয়েছে বহাল তবিয়তে। হাজার হাজার খুচরা এবং পাইকারি কারবারিদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিদের সবাই ধরে রেখেছেন কর্তৃত্ব।
নাম প্রকাশ না করার শর্তে আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, ক্ষমতার পট পরিবর্তনের পর শীর্ষ মাদক কারবারিরা পর্দার অন্তরালে চলে যায়। তারা অন্তরালে চলে গেলেও মাদক বেচাবিক্রি করছে আগের মত। এ ক্ষেত্রে তারা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে করেছে সমঝোতা। প্রভাবশালী ওই সব নেতার ছত্রছায়ায় থেকেই চালিয়ে যাচ্ছে মাদক কারবার।