পটুয়াখালীতে শশুরবাড়ির সাথে বিরোধের জেরে কথা কাটাকটির এক পর্যায়ে শ্বশুরের কোদালের আঘাতে জামাই খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাই অবিনাশ চন্দ্র দাস (৪২) সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালি গ্রামের সুভাষ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুর বাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। সোমবার বিকেলে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে অবিনাশ শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গহনা ফেরত চান। এ নিয়ে শ্বশুর শান্তি দাস (৫৫), শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসের সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে শ্বশুর (মাটির কাটার যন্ত্র) কোদাল দিয়ে অবিনাশের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার এস আই সঞ্জিব সাহা বলেন, অবিনাশ দাস দীর্ঘ কয়েকবছর ধরে বিদেশে ছিলেন। দেশে এসে সাব ঠিকাদারী করতেন। ঘটনার পর তার স্ত্রীসহ শশুর বাড়ীর পাচটি বসতঘরের সবাই গাঢাকা দিয়েছে। ওই বাড়ীতে কাউকেই পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম