মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এ বছরের শুরুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হয়েছিল, তখন যুক্তরাষ্ট্র এতে ‘সরাসরি জড়িত’ হয়েছিল। তিনি আবারও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এ পারমাণবিক শক্তিধর দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন। বৃহস্পতিবার ইডব্লিউটিএন-এর ‘দ্য ওয়ার্ল্ড ওভার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তিনি ‘শান্তিকামী প্রেসিডেন্ট’ হতে চান। রুবিও বলেন, ‘তাই, আমরা দেখেছি যখন ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ল, আমরা সরাসরি জড়িত হয়েছি এবং প্রেসিডেন্ট সেই শান্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।’
তবে ভারত যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের মতে, যুদ্ধবিরতি হয়েছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর নিজস্ব আলোচনার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়।