ডেনমার্কের আকাশে প্রথমবারের মতো উড়ল একটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত উড়োজাহাজ। কোনো জ্বালানি না পুড়িয়েই এটি অতিক্রম করেছে ২০০ কিলোমিটার পথ। সাধারণ বৈদ্যুতিক গাড়ির ‘ফাস্ট চার্জার’ ব্যবহার করে মাত্র ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই চার্জ করা যায় এই প্লেন, এমনটাই জানিয়েছেন এর নির্মাতারা।
সন্ডারবর্গ থেকে কোপেনহেগেনে উড়ে যাওয়া ছোট এই বিমানটি দেখতে সাধারণ মনে হলেও এটি ডেনমার্কের ইতিহাসের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান। ইউএস অ্যারোস্পেস কোম্পানি বেটা টেকনোলোজিসের বানানো এ বিমানের নাম আলিয়া সিটিওএল। মাত্র ১৫ মিটার ডানার বিস্তৃতির এই ছোট আকারের উড়োজাহাজটি দেখতে অনেকটা স্প্রিন্টার ভ্যানের মতো। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৮১ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং প্রতি চার্জে সর্বোচ্চ ৬২২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। -ইউরোনিউজ