কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার পর উপজেলা সদরের পৌর এলাকার পাতেলডাঙ্গী গ্রামের মধ্যে রাস্তায় হাসান (৩৮) এর উপর সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হাসান রাস্তায় লুটিয়ে পড়লে তাকে ধারালো অস্ত্রদিয়ে কোপায় সন্ত্রাসীরা। ৫-৬ জন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়। গুলির শব্দ ও আহত যুবকের চিৎকার শুনে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
গুলিবিদ্ধ আহত হাসান পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন