দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন কমান্ডো। হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুরু ওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং ‘রোপ জাম্প’র প্রস্তুতি চলছিল। হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে থাকা সেনারা একটি স্পেশাল ফোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ‘ফাস্ট-রোপিং’ সামরিক কৌশল দেখানোর কথা ছিল, যেখানে হেলিকপ্টারটি ছাদের সমান উচ্চতায় থেমে থেকে সেনারা দড়ি বেয়ে নেমে আসেন। ওই সেনা কর্মকর্তা জানান, দুর্ঘটনায় চারজন কমান্ডো এবং দুজন বিমান বাহিনীর গানার নিহত হয়েছেন। বাকি ছয়জন সামান্য আঘাত পেয়ে বেঁচে গেছেন। -রয়টার্স ও এএফপি
এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনার পর অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি শ্রীলঙ্কা বিমান বাহিনীর জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে এলাকায় চীনা নির্মিত ওয়াই-১২ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হন। আর ২০০০ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় হেলিকপ্টার দুর্ঘটনায় একটি এমআই-১৭ ভূপাতিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়।